ঢাকা সন্ধ্যা ৬:৫০ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
জুন ৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় ফেন্সিডিল কেনাবেচার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে র‌্যাবের দাবি।
শনিবার (৮ জুন) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলার কাদেরের মোড় আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলেন গোলাম রব্বানি ও খোরশেদ।
‌র‌্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার উপপরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে থাকা ২৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, ফেনসিডিল পাচারকালে মাদক কারবারি গোলাম রব্বানি ও খোরশেদকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজি রিকশাটিও জব্দ করা হয়।
মাহমুদ বশির আহমেদ জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিদের গাইবান্ধার সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন বলেও জানায় র‌্যাব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।