ঢাকা রাত ৯:৫২ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটা নিয়ে আইনমন্ত্রীকে এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিকও নেই: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। তারপরও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীর।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
যেখানে তিনি বলেন, ‘কথায় কথায় সরকারের মন্ত্রীরা কোটা আন্দোলনের ছাত্র-ছাত্রীদের আদালতের ভয় দেখান। বলেন, এটা সাব-জুডিস বিষয়, কিছু বলা যাবে না। আমার মনে প্রশ্ন আসে, খালেদা জিয়া বা ড. ইউনুসের বিচারকালীন সময়ে যখন প্রধানমন্ত্রী উনাদের সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেন সেটা সাব-জুডিস হয় না? বর্তমান প্রধান বিচারপতি অতীতে যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, এই রায় পরিবর্তন করে ফাঁসির দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছিল তা সাব-জুডিস ছিল না? আইনমন্ত্রীকে এই প্রশ্নটা করার মতো একটা সাংবাদিকও নাই এ দেশে?’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।