ঢাকা দুপুর ১:৪৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুরে বেলকুনি থেকে পড়ে শিশুর মৃত্যু

গাজিপুর প্রতিনিধি
জুন ৫, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কাশিমপুরে ফ্ল্যাটের বেলকুনি থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কাশিমপুরের বারেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় নয়েজ মিয়ার ছয়তলা বিল্ডিংয়ের ৫ম তলার বেলকুনি থেকে ইয়ামিন নামের দেড় বছরের শিশুটি হঠাৎ পড়ে যায়। পরে তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ওই সময় শিশুটি তাদের রুমে খেলতেছিল, পরে বেলকুনিতে এসে খেলা শুরু করে। এ সময় হঠাৎ শিশুটি পড়ে যায়। বেলকুনিতে দুই ফিট উচ্চতার লোহার গ্রিল দিয়ে আটকানো থাকলেও উপরে পুরোটাই ছিল ফাঁকা।
স্থানীয় বাসিন্দা জুয়েল মৃধা বলেন, আমিসহ এলাকাবাসীর অনেকেই তাকে সতর্ক করেছিলাম বিল্ডিংয়ের বেলকুনিগুলোতে গ্রিল দিয়ে রাখতে। যেকোনো সময় যে কেউ পড়ে যেতে পারে। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বলেন, বিল্ডিং থেকে শিশুটি পড়ে মারা গেছে। সেখান থেকে কিভাবে পড়ল সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
জানা যায়, ইয়ামিন সাতক্ষীরা জেলার সদর থানার সুলতানপুর গ্রামের হাফিজুর রহমান ও খাদিজার ছেলে। শিশুটিকে নিয়ে তার বাবা ও মা নয়েজ মিয়ার বিল্ডিংয়ের ৫ম তলার এক ফ্ল্যাটে ভাড়া থাকেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।