সিরাজগঞ্জের শতাব্দী দুই শত প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে অত্র মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য স্বর্গীয় গোপীবল্লভ সাহা চৌধুরী ও অত্র মন্দিরের গীতা ও ভগবত পাঠক এবং ধর্মপ্রাণ,অবসর প্রাপ্ত শিক্ষক স্বর্গীয় জনার্দ্দন মন্ডলের প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮ টায় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এই স্মরণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ ও প্রার্থনা সভায় সংক্ষিপ্ত আলোচনা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.রনজিৎ কুমার মন্ডল বলেন,আমরা হারিয়েছি স্বর্গীয় গোপীবল্লভ সাহা চৌধুরী ও জনার্দ্দন মন্ডল দাদাকে। তারা দুজন আমাদের মন্দিরের শুভাকাঙ্ক্ষী ছিলেন। অত্র কমিটির সকল সম্মানিত সদস্যদের পক্ষ থেকে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি ভগবান যেনো সর্গবাসী করেন।
এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সাধারণ সম্পাদক এ্যাড.রনজিৎ কুমার মন্ডল, সহ সভাপতি বীরেন বিশ্বাস,সহ- সভাপতি ডা:উৎপল দাস,যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক নিরদ সরকার,সদস্য দুলাল দাস,সদস্য শ্রীদাম পদ্দার,সদস্য অরুন কর্মকার,স্বর্গীয় গোপীবল্লব সাহা চৌধুরী মেয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সঞ্চিতা সাহা,স্বর্গীয় জনার্দ্দন মন্ডলের ছোট ছেলে বাহুকা কলেজের অধ্যক্ষ সমর কুমার মন্ডল সহ অত্র মন্দির কমিটির সম্মানিত সদস্য ও স্বর্গীয় গোপীবল্লভ সাহা চৌধুরী ও স্বর্গীয় জনার্দ্দন মন্ডল পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,স্মরণ ও প্রার্থনা সভায় কীর্তন পরিবেশন করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির কীর্তনীয়া বৃন্দ। পরে ভক্ত বৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।