ঢাকা সন্ধ্যা ৬:৩০ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
জুন ১৪, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকারে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর সাজেদুর রহমান জানিয়েছেন। নাম পরিচয়ের জন্য চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (১৪ জুন ) রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, দুইটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সেসময় বাগুটিয়া এলাকায় পৌঁছানোর পর সামনের একটি প্রাইভেটকারের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের হালকা ধাক্কা লাগলে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। পরে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে একজন মারা গেছেন। তাদের নাম পরিচয় এখনো জানতে পারেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।