কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় রাঙ্গামাটি পুলিশ লাইন এলাকা হতে উদ্বার হওয়া আজাগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। অজগরটি দৈর্ঘ্য ৮ফুট ওজন প্রায় ১২ কেজি হবে উল্লেখ করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী। অজগরটি অবমুক্ত করার সময় চট্রগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক ড.মোল্যা রেজাউল করিম,দক্ষিণ বন বিভাগ কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুম আলম, ফরেস্ট একাডেমির রেঞ্জার আব্দুল হামিদ, কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মো.কবির হোসেনসহ চট্রগ্রাম ফরেস্ট একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।