ঢাকা ভোর ৫:৩৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

কাপ্তাই(রাঙ্গামাটি) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুধর্ব ১৭ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকাল ৩টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো. নাছির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়াসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়।প্রথম খেলায় বালক বিভাগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩-০ গোলে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন কে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ ৭-৬ গোলে ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।