ঢাকা সকাল ১০:৪৫ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাঁঠালিয়ায় নারী মাছ বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তাজনেহার (৪৫) নামে এক নারীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা।

নিহত তাজনেহার উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি একজন মাছ বিক্রেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন। রাতে তিনি বাসায় একাই ছিলেন। তাকে হত্যা করে টাকা-পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় এলে তাজনেহারের লাশ ফ্লোরে পড়া দেখতে পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। তখন রাশিদা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।