প্রান্তিক মানুষের সেবায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এনআরবিসি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) ব্যাংকের ১০৯তম এই শাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক এ.কে.এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি সিকদার মো. কাজল, কাঁঠালিয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জকির হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝালকাঠির সহকারী পরিচালক মো. রাজীব।
এনআরবিসি ব্যাংক বরিশাল এরিয়া ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান, এনআরবিসি ব্যাংক বরিশাল শাখার ম্যানেজার কৃষিবীদ মো. আব্দুল হালিম, এনআরবিসি ব্যাংক বরগুনা শাখার ম্যানেজার মো.দেলোয়ার হোসেন, এনআরবিসি ব্যাংক রাজাপুর শাখার ম্যানেজার মো. জাকির হোসেন, এনআরবিসি ব্যাংক ভান্ডারিয়া শাখার ম্যানেজার মো. এমদাদ হোসেন, এনআরবিসি ব্যাংক কাঠালিয়া শাখার ম্যানেজার
মো. মোশারেফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, এনআরবিসি ব্যাংক প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। এই শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আর্থিক উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটবে।
উল্লেখ্য, মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করছে এনআরবিসি ব্যাংক। শাখা, উপশাখা, বুথ ও এজেন্ট পয়েন্ট মিলে সারাদেশের দেড় হাজারেরও বেশি স্থানে মানুষকে সেবা দিচ্ছে এনআরবিসি ব্যাংক। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও পাওয়া যাচ্ছে ব্যাংকের সকল শাখা-উপশাখায়।