ঢাকা দুপুর ১:৪৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবরস্থানে ঢুকে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

সিলেট প্রতিনিধি
জুন ৬, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর মানিকপীর টিলা কবরস্থানে ঢুকে আবুল হাসান সাবিল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাসান সাবিল (২৬) জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে এবং সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।