ঢাকা বিকাল ৪:১৬ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
জুন ৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁওতে বিপুল পরিমাণ ইয়াবা চালান নিয়ে এক পুলিশ সদস্যসহ ৩জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
বুধবার (৫ জুন ) বিকালে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে পাচার হচ্ছে জেনে ঈদগাঁও বাসস্টেশনস্থ সৌদিয়া কাউন্টার সংলগ্ন এলাকায় সন্দেহভাজন ১জনকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তার স্বীকারোক্তি মতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। যার পরিমাণ প্রায় ২০ হাজার পিস। ধৃত ব্যক্তি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্য মো: তৈয়বুল ইসলাম বলে নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা মুকুল।
একই সময়ে ঈদগাঁও গরু বাজার এলাকা থেকে ইয়াবা পাচারে জড়িত আরো ২জনকে আটক করা হয়। ধৃত ৩জনের মধ্যে পুলিশ সদস্যের বাড়ি হচ্ছে চট্টগ্রামের খাগড়াছড়িতে। অপর ২জন হচ্ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মতিউর রহমানের ছেলে মো.শফিক ও আব্দুল হাকিমের ছেলে নুরুল ইসলাম।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার সাথে যোগাযোগ করা হলে জানান, ২০ হাজার পিস ইয়াবাসহ ৩জন ইয়াবা কারবারি আটক হয়েছে বলে তিনি জেনেছেন। তবে এখনো পর্যন্ত অভিযান পরিচালনাকারী সংস্থা মামলা দায়ের করেনি বিধায় ধৃত তিন কারবারি ও উদ্ধারকৃত ইয়াবা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার হেফাজতে রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।