ঢাকা ভোর ৫:২৬ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার সিম কিনতে লাগবে ৩০০ টাকা ট্যাক্স

পাঞ্জেরী ডেস্ক
জুন ৬, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন সিম কেনার ক্ষেত্রে ট্যাক্স ৩০০ টাকা ধার্য করা হয়েছে। যা আগের বছর ছিল ২০০ টাকা, এবার ১০০ টাকা বাড়ানো হল।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশকৃত বাজেটে এই তথ্য জানা যায়।
দেশে সর্বপ্রথম ৮০০ টাকা দিয়ে এই সিম ট্যাক্সের যাত্রা। এরপর ২০১১-১২ অর্থবছরের তা ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়। পরে এই ট্যাক্স অর্ধেক কমে আসে ৩০০ টাকায়। এরপর ২০১৫-১৬ অর্থবছর হতে সিম ট্যাক্স ১০০ টাকা করে শুরু হয়। সে বছর বাজেটে ২০০ টাকা কমানো হয় এই ট্যাক্স। তারপর গত কয়েক বছর ধরে এই ট্যাক্স ছিল ১০০ টাকা। পরে ২০১৯-২০ অর্থবছরে সিম ট্যাক্স দ্বিগুণ করে ২০০ টাকা করা হয়। এবার সেটা বেড়ে দাঁড়াল ৩০০ টাকায়।
এদিকে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো দীর্ঘদিন করেই সিমের ট্যাক্স কমানো বা প্রত্যাহারের দাবি করে আসছিল। এবারের সিম ট্যাক্স করার পরিবর্তে আরও বাড়ল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।