ঢাকা সকাল ১১:১১ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক কাভার্ডভ্যানের পেছনে অন্যটির ধাক্কায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
জুন ৪, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক মো. সাগর এবং তার সহযোগী বেলাল হোসেন। তাদের উভয়ের বাড়ী কুড়িগ্রাম জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন।
ওসি জানান, হটাৎ মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে ইঞ্জিন চালু করার জন্য পেছন থেকে অপর একটি কাভার্ডভ্যান দিয়ে ধাক্কা দেয়। একপর্যায়ে ইঞ্জিন চালু হয়ে সামনে থাকা আরেকটি গাড়ীর পেছনে গিয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ও তার সহযোগী নিহত হয়।
ওসি আরও জানান, এ ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানটি ফেলে চালক ও সহযোগী পালিয়ে যায়। আমরা দু’টি কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।