ঢাকা সকাল ১১:২৩ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপকূলীয় বনায়নে বাংলাদেশ বিশ্বের অন্যতম পথিকৃৎ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপকূলীয় বনায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম পথিকৃৎ।
তিনি বলেন, ‘বিশ্বে বাংলাদেশ উপকূলীয় বনায়নের অন্যতম পথিকৃৎ। এখন পর্যন্ত উপকূলীয় এলাকায় ২ লাখ ৬১ হাজার ৫৭০ হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে। আমরা ২০০৯ সাল থেকে ৮৯ হাজার ৮৫৩ হেক্টর জমির একটি সবুজ বেষ্টনী তৈরি করেছি।’
বুধবার (৫ জুন) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেন তিনি।
‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ বন্ধ করা ও খরা সহনশীলতা গড়ে তোলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
আর্থিকভাবে লাভবান হতে, তাপমাত্রা থেকে মুক্তি পেতে এবং পরিবেশ রক্ষায় সম্ভাব্য সব স্থানে গাছ লাগানো এবং ছাদে বাগান করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রত্যেককে কমপক্ষে একটি ফলাদি গাছ, কাঠ গাছ ও ভেষজ গাছ লাগাতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন আর কাঠের গাছ লাগালে কাঠ বিক্রি করে ভালো টাকা পাবেন।’
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ‍‍’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশ ও বেলের দু’টি চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।