প্রায় ২০ বছর ধরে আয়ারল্যান্ডে নির্বাসিত ফ্যাসিবাদ বিরোধী কন্ঠস্বর, একসময়ের তুখর রাজনীতিক শেখ মহিউদ্দিন সম্প্রতি তার নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন।
দুই দশক পরে স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন। নিজ দেশের পবিত্র সোদা মাটির গন্ধ মেখে ঘুরে ঘুরে প্রাণের মেলায় মিলিত হচ্ছেন প্রতিদিন। আবার তাকে দেশের মাটিতে কাছে পেয়েও বেশ আনন্দিত তার আত্মীয়, বন্ধু, সুহৃদ এবং রাজনৈতিক সহকর্মীরাও। আজ সন্ধ্যায় রাজধানী ঢাকার এক অভিজাত রেষ্টুরেন্টে শেখ মহিউদ্দিনের সম্মানে নৈশভোজে মিলিত হন তার বেশ ক’জন বন্ধু-সুহৃদ। তাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্ত ফোরাম এর প্রধান সমন্বয়কারী রাষ্ট্রচিন্তক ও গণসংগঠক চাষী মামুন, ব্যারিষ্টার বিপ্লব পোদ্দার, মানবাধিকার সংগঠক সেহলী পারভীন, শাহানা আক্তার, সংগঠক আব্দুর রাজ্জাক, উদ্যোক্তা কাওসার আহমেদ, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঘৃণিত স্বৈরাচার হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর পরই নির্বাসিত দেশপ্রেমিক বিশিষ্টজন, রাজনৈতিক, পেশাজীবিগণ স্বদেশ প্রত্যাবর্তন করছেন। তাদের একজন বরিশালের শেখ মহিউদ্দিন।।