ঢাকা রাত ২:১৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগকে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নিবে জনগণ: ফারুক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত ১৫ বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারাসবাই আপনার (. ইউনুস) সাথে আছে, শুধু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কি করবেন না, সেটাজনগণ সিদ্ধান্ত নিবে। যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, তারা এই সিদ্ধান্ত নিবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগেআয়োজিতরাষ্ট্র সংস্কারে : ১৯ দফার আলোকে ৩১ দফা শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।  

শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, এই সরকারআপনার, আমার সরকার। জনগণের সরকার। সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার সরকার। সেই সরকারের বিরুদ্ধেইসকন দিয়ে এগুলো শুরু করেছে। যদি গণতন্ত্র স্বপক্ষের লোক হতেন, যদি দুর্নীতি, ব্যাংক লুট, লুটপাট না করতেন তাহলেজনগণ আপনাকে গ্রহণ করতো। 

শেখ হাসিনা জেনারেল আজিজ, বেনজিরদের কারণে ক্ষমতায় থাকতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, আজ হারুন, আজিজ, মেহেদী, বিপ্লবরা কোথায়? এখন আমরা আছি, কিন্তু তোমরা নেই। হিন্দুস্তানের গোলামি করার জন্য ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায়থাকতে চেয়েছিলেন।   

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের বিশ্বাস . ইউনুস কখনো বাংলার মানুষের সাথে বেইমানিকরতে পারে না। তবে, যারা বেইমানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে . ইউনুস আপনি অনতিবিলম্বে তাদেরকে বের করে দিন। 

জয়নুল আবদিন ফারুক বলেন, . ইউনুস ভেগে যাওয়ার লোক নয়। সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিন্তু, তালবাহানা জনগণসহ্য করবে না। নির্বাচন আপনাকে দিতেই হবে। রোডম্যাপ ঘোষণা করতেই হবে। 

শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক . খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কে.এম. খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াসখান, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।