ঢাকা রাত ৪:৩৮ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমন্ত্রণ না পাওয়ায় মোদির শপথ গ্রহণে যোগ দেবেন না মমতা

আন্তর্জাতিক ডেস্ক
জুন ৯, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। নতুন সরকারকে অভিনন্দন জানানো সম্ভব নয় জানিয়ে মমতা বলেন, এই সরকার অসাংবিধানিকভাবে ও অগণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে। খবর স্ক্রলের।
দিল্লীর রাষ্ট্রপতি ভবনে রোববার (৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মোদি ও তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
মমতা ব্যানার্জী জানান, আমরা কোনো আমন্ত্রণপত্র পাইনি। পেলেও আমরা এই অনুষ্ঠানে যাবো না। এই সরকার অগণতান্ত্রিক, অসাংবিধানিক। এই সরকারকে অভিনন্দন জানানো সম্ভব নয়।
ইন্ডিয়া ব্লক এবার সরকার গঠন না করলেও ভবিষ্যতে করার সম্ভাবনা আছে জানিয়ে মমতা বলেন, দেশের পরিবর্তন দরকার। মোদিকে কেউ চায় না। এবারের নির্বাচনের পর মোদির উচিত ছিল পদত্যাগ করা।
সদ্য সমাপ্ত ভারতীয় নির্বাচনে মোদির জোট ২৪০টি আসন পেয়েছে, যা ২০১৯ সালে তাদের পাওয়া ৩০৩টি আসনের তুলনায় অনেক কম। ভারতে সরকার গঠন করতে হলে একটি দল বা জোটকে ২৭২টি আসন পেতে হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।