ঢাকা সন্ধ্যা ৭:৫৯ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে “পিস কিপার্স রান” অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
মে ২৯, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বুধবার (২৯ মে) বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে এ দিন প্রত্যুষে “পিস কিপার্স রান-২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারে “পিস কিপার্স রান-২০২৪’’ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্নয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিগণ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যগণ উক্ত পিস কিপার্স রান-এ অংশগ্রহণ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।