ঢাকা রাত ২:৫৭ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

কুমিল্লা জেলা প্রতিনিধি 
জুলাই ৮, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চান্দিনায় একটি ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লা আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিনের আদালতে হাজির হন তারা। এ সময় মামলাটির চার্জ গঠন করেন বিচারক। মামলার বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে জসীম উদ্দিন চৌধুরী বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ওই বছরের ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।
আইনজীবী আরও বলেন, মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন আদালতে। তারা (মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ) নির্দোষ বলে জানিয়েছেন। বিচারক আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। পরে সাংবাদিকরা এসব বিষয় নিয়ে মন্তব্য জানতে চাইলেও মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।