ঢাকা সন্ধ্যা ৭:২০ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মপক্ষ সমর্থন করলেন মোহাম্মাদপুরের দুর্ধর্ষ ডাকাতির অভিযুক্ত মাস্টার মাইন্ড লে. কর্নেল নজরুল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তিনি অজ্ঞাত স্থান থেকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিপরীতে নিজের আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছেন। লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম নিজেকে এক গভীর ষড়যন্ত্র এবং মিডিয়া ট্রায়ালের শিকার বলে দাবি করেন।

তিনি অজ্ঞাত স্থান থেকে বার্তা দিয়ে জানানমোহাম্মদপুর এর দূর্ঘটনা  দূর্ধর্ষ ডাকাতি শিরোনামে বহুল প্রচারিত বিষয়ে আমার প্রারম্ভিক অনুনয়।

আমাকে ঘিরে বহুল আলোচিত একটি অসত‍্য বিকৃত ঘটনা , যেটা কোনপ্রকার যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র শুনেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বেশকিছু সংখ্যক মানুষ মুখরোচক কল্পকাহিনী ছড়িয়ে আমাকে ঘৃনার পাত্রে পরিনত করছেন।প্রাথমিকভাবে, এটি একটি সাধারণ মিডিয়া ট্রায়াল থাকলেও রাজনৈতিক ষড়যন্ত্রের ইন্ধনে বর্তমানে এটি টক অব কান্ট্রি তেরুপান্তরিত হয়েছে শুধুমাত্র প্রিভিউ বা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, বিভিন্ন উদ্বিগ্ন ব্যক্তি এবং সংস্থা, যথাযথ উপযুক্ত প্রমাণ বাতদন্ত ছাড়াই আমাকে অপরাধী ভাবতে  শুরু করেছেন, যেখানে আমি আদৌ দোষী নই।

আমি বিগত ১৩ অক্টোবর ২০২৪ তারিখে পূর্ব নির্ধারিত পারিবারিক সফরের জন্য বিদেশে এসেছি। আমার আগমনের পরেরদিন, স‍্যোসাল মিডিয়ায় আমিমোহাম্মদপুর ডাকাতিশিরোনামে একটি ভিডিও দেখতে পাই। ভিডিও সংবাদ দেখার পরেবিভিন্ন সুত্রে কথা বলা পরে জানতে পারি এখানে জন RAB সদস্য, একজন অতিরিক্ত এসপি এবং একজন চাকুরিরতমেজর পদবীর কর্মকর্তার নেতৃত্বে উক্ত কার্যক্রম পরিচালনা করেছে, যেখানে গোয়েন্দা সংস্থার সদস‍্য , কিছু অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্য এবং কতিপয় বেসামরিক ব্যক্তিবর্গ সাথে উপস্থিত ছিল।

আলোচিত ঘটনায় অভিযুক্ত ক্যাপ্টেন আশিক আমার পূর্ব পরিচিত। আমি আমার ব‍্যবসা সংশ্লিষ্ট একটা  ভিন্ন বিষয়ে ভিন্নলোকের সাথে আলোচনা করতে সেদিন মোহাম্মদপুর গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি রেস্তোরাঁয় অপেক্ষা করছিলাম। সেইমুহুর্তে ওখানে ক্যাপ্টেন আশিক ওখানে প্রবেশ করলে তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় এবং পূর্ব পরিচিত হিসেবে কুশলাদি বিনিময়ও হয় এবং আমি সময়ে মি: আশিকের সাথে / জন লোককে রেষ্টুরেন্টে দেখেছি। আমি আমার একান্ত প্রয়োজনে কিছুক্ষন ওখানে অবস্হান করি , অতপর খাবার খেয়ে, কথা বলে আমার এলাকায় ফিরে আসি। রেস্তোরাঁটির অবস্হান point of occurrence (PO) থেকে বেশ দূরে (যেমনটি আমি পরে শুনেছি)

যেহেতু অভিযুক্ত ক্যাপ্টেন পদবীর উক্ত কর্মকর্তা এহেন অপকর্ম/অপারেশনের সাথে জড়িত ছিল (পরবর্তীতে জেনছি), তাইপরিস্থিতি না বুঝে বা মূল্যায়ন না করেই প্রাথমিকভাবে লোকেরা রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ এবং অসত্য তথ্যের নিউজ দেখে অনেকেই আমাকে ভুল বুঝতে শুরু করেন, যা সময়ের সাথে সাথে বহুগুণে বেড়ে যায়। এই সুযোগে আমার ব‍্যক্তিগত, সামাজিক রাজনৈতিক প্রতিপক্ষ চেষ্টা করে চলেছে ঘটনাটি আমার দিকে ঘুরিয়ে দিয়ে এই ঘৃণ্য অশুভ কাজের পরিকল্পনাকারী হিসাবেতুলে ধরতে। যা কস্মিনকালেও সত্য নয়। আমি সম্পূর্ণ মিডিয়া ট্রায়ালের শিকার; যা আমার সামাজিকব্যবসায়িক এবং রাজনৈতিক প্রতিপক্ষের দীর্ঘ ষড়যন্ত্রের ফসল!

এই ইস্যুকে কাজে লাগিয়ে আমার নিজ এলাকাশরীয়তপুর আমার সামাজিক রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করা সহ ক্ষতিগ্রস্ত করার জন্য সময় অর্থ এমনভাবে ব্যবহার করেছে , যা আমার অনেক পরিশ্রমের মাধ্যমে তৈরীকৃত অবস্থান, সম্মান কে মাটিতে মিশিয়ে ফেলতে একটুও সময় নেয়নি। বিষয়টিতে তারা এতটাই সক্রিয় যে, আন্তর্জাতিক মিডিয়াআলজাজিরাসহ দেশের প্রায় সব প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় ঘটনাস্থল বাদ দিয়ে রেস্টুরেন্টের ভিডিও ক্লিপ দিয়ে এইবানোয়াট খবর প্রচার করেছে।

আমি স্থান, সময়, পরিবেশ পরিস্থিতির শিকার। আমি নির্দোষ এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করছি। সঠিক তদন্ত, আইন এবং বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের মাধ্যমে দেরীতে হলেও আমি অভিযোগ মুক্ত হয়ে আমার সম্মান ফিরে পাবো ইনশাআল্লাহ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।