ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। বাম চোখের সমস্যায় ভুগছেন তিনি। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য যাবেন দেশের বাইরে। ডিপজল এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, চোখের সমস্যাটা বেশ ভোগাচ্ছে।
ইতোমধ্যে দেশে চিকিৎসা করিয়েছি। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে যাওয়ার। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাব।
তিনি আরও বলেন, আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, যাতে পুরোপুরি সুস্থ হতে পারি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।