ঢাকা বিকাল ৫:৪৪ রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে: বেনজীর ইস্যুতে ওবায়দুল কাদের

পাঞ্জেরী ডেস্ক
মে ২৮, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত হচ্ছে, আরও হবে। তদন্তের পর মামলা হলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, সাবেক সেনাবাহিনীর প্রধানও যদি অপরাধী হোন তার বিরুদ্ধেও দুদকের তদন্ত করতে বাধা নেই। অপরাধী হলে সে যে-ই হোক শাস্তি পেতেই হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথায় কথায় তারা (বিএনপি) সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। অথচ, তাদের আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে?
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। বেনজীরের বাড়ি টুঙ্গীপাড়ায় হওয়ায় অনেকেই ভাবতে পারে যে ক্ষমা পাবে। কিন্তু অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। আবরার হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের কর্মীও রেহাই পায়নি।
তিনি বলেন, বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে। অপরাধীর বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে হত্যা ও গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছিল জিয়াউর রহমানের হাতে। তিন হাজার নেতাকর্মীকে গুম ও হত্যা করেছেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।